almex 400 কিসের ওষুধ

Almex 400mg

Chewable Tablet

Albendazole

Square Pharmaceuticals Ltd.


https://www.himumedical.com/2023/07/almex-400.html



ব্যবহার সমূহ :-

কৃমি দ্বারা সংক্রমিত অন্ত্রের একক বা মিশ্র সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।

সূচিপত্র :-

উপাদান, মাত্রা ও ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার, সরবরাহ এবং দাম।

উপাদান :-

এ্যালবেনডাজল 400 মি.গ্রা. ট্যাবলেট এবং 200 মি.গ্রা./5 মি.লি. সাসপেনশন।

 নির্দেশনা : কৃমি দ্বারা সংক্রমিত অন্ত্রের একক বা মিশ্র সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।

আমি কি ভাবে এটা গ্রহণ করবো :-

এ জাতিয় ওষুধ মুখে নিয়ে চুষে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে চুষে চুষে গিলে ফেলুন। ওষুধটি একবারে গিলে খাওয়া যাবে না।

 মাত্রা ও ব্যবহার বিধি :-

1-2 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: অর্ধেক এ্যালমেক্স 400 ট্যাবলেট বা 1 চা চামচ এ্যালমেক্স সাসপেনশন একক মাত্রায় সেব্য। প্রাপ্ত বয়স্ক এবং 2 বছর বা অধিক বয়সের শিশুদের ক্ষেত্রে এসকারিয়াসিস, এন্টারোবিয়াসিস, বক্র কৃমি সংক্রমণ, ট্রাইচুরিয়াসিস-এর চিকিৎসায় সাধারণ মাত্রা 400 মি.গ্রা.।

স্ট্রংগাইলইডিয়াসিস এবং টিনিয়াসিস এর ক্ষেত্রে 400 মি.গ্রা. করে পর পর তিনদিন। বয়স্কদের ক্ষেত্রে হাইডাটিড রোগের চিকিৎসায় 400 মি.গ্রা. দিনে দুই বার করে 28 দিন সেব্য। সুস্থ না হলে 14 দিন ব্যবধানে পুনরায় 28 দিন সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া :-

তলপেটে অস্থায়ী ব্যথা, ডায়রিয়া, এলার্জিক প্রতিক্রিয়া, লিভার এনজাইমের বৃদ্ধি এবং লিউকোপেনিয়া।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : 

গর্ভাবস্থায় সেবন করা উচিত নয়।

 সরবরাহ :

এ্যালমেক্স ৪০০ ট্যাবলেট : 25 x 2 টি।

এ্যালমেক্স সাসপেনশন : 10 মি.লি.।

দাম :

এ্যালমেক্স 400 ট্যাবলেট প্রতি পিসের দাম 5.02 টাকা।

এ্যালমেক্স সাসপেনশন  10 মি.লি. প্রতি পিসের দাম 23.02 টাকা।


https://www.himumedical.com/2023/07/almex-400.html


এ্যামোডিস - Amodis

উপাদান  মেট্রোনিডাজল। 400 মি.গ্রা. ও 500 মি.গ্রা. ট্যাবলেট , 200 মি.গ্রা./5 মি.লি. সাসপেনশন এবং 100 মি.লি. আইভি ইনফিউশন।

নির্দেশনা ঃ

এ্যামিবিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, তীব্র আলসারেটিভ জিনজিভাইটিস, এ্যানারোবিক সংক্রমণ যেমন সেপটিসেমিয়া, ব্যাকটেরিমিয়া, পেরিটোনাইটিস, ব্রেইন এ্যাবস্সেস, নেক্রোটাইজিং নিউমোনিয়া, পিউরপেরাল সেপসিস, পেলভিক এ্যাবস্সেস, পেলভিক সেলুলাইটিস ইত্যাদি, পায়ের আলসার এবং প্রেসার সোর, দাঁতের তীব্র সংক্রমণ, সার্জিকাল প্রোফাইল্যাকসিস এবং লক্ষণযুক্ত তীব্র পেপটিক আলসার।

ডোজ ঃ

400 মি.গ্রা. দিনে 3 বার অথবা 500 মি.গ্রা. দিনে 3 বার।

যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ঃ

অতিসংবেদনশীলতা, গর্ভকালীন সময়ে গ্রহণ করা উচিত নয় অথবা অন্য কোন বিকল্প না থাকলে তবেই গ্রহণ করা উচিত। মেট্রোনিডাজল গ্রহণকালীন অথবা গ্রহণের  2 দিন পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া ঃ

ধাতব স্বাদ, ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব, জিহ্বার উপরে আবরণ এবং মুত্রনালীতে অস্বস্তি অনুভূত হতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ঃ

 ডাইকোমারল, এলকোহল,  ফেনোবারবিটোন, ফুরোইউরাসিল, ডাইসালফিরাম, ওয়ারফারিন, ফেনিটয়েন, লিথিয়াম ও সিমেটিডিনের সঙ্গে গ্রহণ করা উচিত নয়।

 সরবরাহ ঃ

এ্যামোডিস 400 ট্যাবলেট : 20 x 10 টি।

এ্যামোডিস 500 ট্যাবলেট : 10 x 10 টি।

এ্যামোডিস সাসপেনশন : 60 মি.লি.।

এ্যামোডিস আইভি ইনফিউশন: 100 মি.লি.।

 দাম ঃ

এ্যামোডিস 400 ট্যাবলেট প্রতি পিসের দাম 2.00 টাকা।

এ্যামোডিস 500 ট্যাবলেট প্রতি পিসের দাম 1.55 টাকা।

              [  সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ]

Post a Comment (0)
Previous Post Next Post

Banner 160x600 for

Social Bar for