flugal 150 কিসের ঔষধ

Flugal 50 / 150

Fluconazole

Square Pharmaceuticals Ltd.


https://www.himumedical.com/2023/07/flugal-150.html


ব্যবহার সমূহঃ

শরীরের বিভিন্ন জায়গায় যেমন যৌনি, ত্বক, মুখ ও মুখ গহ্বর, ফুসফুসে সাধারণত ছত্রাকের সংক্রমণে ব্যবহৃহ হয়। তীব্র অথবা পুনরাক্রমণজনিত ভেজাইনাল ক্যানডিডিয়াসিস,মিউকোজল ক্যানডিডিয়াসিস, সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাস সংক্রমণে ( মেনিনজাইটিস সহ ) ব্যবহৃত হয়।

Flugal 50 : প্রতিটি ক্যাপসুলে রয়েছে ফুকোনাজল ইউএসপি ৫০ মিঃ গ্রাঃ।

Flugal -150 প্রতিটি ক্যাপসুলে রয়েছে ফুকোনাজল ইউএসপি ১৫০ মিঃ গ্রাঃ।

বর্ণনাঃ

Flugal (ফুকোনাজল) একটি ট্রায়াজল জাতীয় ছত্রাক বিরোধী উপাদান যা ছত্রাক কোষ আবরনীর সিলেকটিভ ইনহিবিটর। Flugal (ফুকোনাজল) এবং ছত্রাক কোষ আবরণীর এরগোষ্টেরল সংশ্লেষণে বাধা প্রদান করে কাজ করে থাকে। ইহার ব্রড স্পেকট্রাম কার্যকারিতা রয়েছে। Flugal ফ্লুকোনাজল ইউএসপি ক্যাপসুল (ফ্লুকোনাজল) মুখে গ্রহণের ফলে দ্রুত এবং প্রায় সম্পূর্ণরুপে শোষিত হয়। খাদ্যের উপস্থিতিতে ঔষধ গ্রহণ করলেও ইহার শোষণে কোন প্রভাব পড়ে না।

নির্দেশনাঃ 

Flugal  যে সব চিকিৎসা ক্ষেত্রে নির্দেশিতঃ

১. ভেজাইনাল ক্যানডিডিয়াসিস।

২. মিউকোজাল ক্যানডিডিয়াসিস অরোফেরিনজিয়াল ক্যানডিডিয়াসিস, ইসোফেগাইটিস, ক্যানডিডইউরিয়া। ফ্যালকন সিস্টেমিক ক্যানডিডাল সংক্রমনের (ক্যানডিডেমিয়া এবং ডিসেমিনেটেড ক্যানডিডিয়াসিস সহ চিকিৎসায়ও কার্যকরী।

৩. ক্রিপটোকক্কাল সংক্রমন (মেনিনজাইটস সহ) টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া ভারসিকালার, ডারমাল ক্যানডিডিয়াসিস এবং ওনিকোমাইকোসিস।

সেবনমাত্রা ও গ্রহনবিধি ঃ

প্রাপ্ত বয়স্ক :

ভ্যাজাইনাল ক্যানডিডিয়াসিসঃ ১৫০ মিঃগ্রাঃ একক মাত্রায় সেব্য।

মিউকোজাল ক্যানডিডিয়াসিস (ভ্যাজাইনাল ব্যতীত) ঃ দৈনিক ৫০ মি.গ্রা. হিসাবে (জটিল সংক্রমনে দৈনিক ১০০ মি. গ্রা.), অরোফেরিনজিয়াল ক্যানডিডিয়াসিস-এ ৭ থেকে ১৪ দিন এবং অন্যান্য মিউকোজাল সংক্রমনে (ইসোফেগাইটিস, ক্যানডিডইউরিয়া) ১৪ থেকে ৩০ দিন।

সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাল সংক্রমনে (মেনিনজাইটিস সহ) ঃ

প্রথমত ৪০০ মি.গ্রা. এবং পরে ২০০ মি. গ্রা. দৈনিক, প্রয়োজনে ঔষধের কার্যকারিতার উপর চিকিৎসা চালিয়ে যাওয়া নির্ভর করবে।

টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া ভারসিকালার এবং ডারমাল ক্যানডিডিয়াসিসঃ দৈনিক ৫০ মি. গ্রা. হিসাবে ২ থেকে ৪ সপ্তাহ (টিনিয়া পেডিসের ক্ষেত্রে ৬ সপ্তাহ পর্যন্ত); সর্বাধিক ৬ সপ্তাহ পর্যন্ত চিকিৎসা করা যেতে পারে।

ওনিকোমাইকোসিসঃ ৪৫০ মি. গ্রা. সপ্তাহে একবার ৩ মাস পর্যন্ত।

শিশুদের ক্ষেত্রে ঃ

স্বাভাবিক রেনাল কার্যক্ষমতা সম্পন্ন ১ বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে-

সুপারফিসিয়াল ক্যানডিডিয়াল সংক্রমনে ঃ দৈনিক ১-২ মি. গ্রা/কেজি দেহ ওজনের। তীব্র সংক্রমনে যেখানে জীবন নাশের আশংকা দেখা দিতে পারে সেক্ষেত্রে ৫-১৩ বছরের শিশুদের দৈনিক ১২ মি.গ্রা./কেজি দেহ ওজনে দেয়া যেতে পারে। তবে দৈনিক সর্বাধিক সেবনমাত্রা ৪০০ মি.গ্রা. এর বেশি হওয়া উচিত নয়। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশনা ঃ

স্তন্যদানকারী মা এবং যেসব রোগী ফুকোনাজল-এর প্রতি অতিসংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।

গর্ভাবস্থায় ব্যবহারঃ 

মানুষের জন্য সুপারিশকৃত সেবনমাত্রার চেয়ে ২০ থেকে ৬০ গুন বেশি সেবনমাত্রায় প্রানীদের ক্ষেত্রে ভ্রুনের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। কিন্তু গর্ভবতী মহিলার ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত সমীক্ষা পরিচালিত হয়নি। তাই গর্ভাবস্থায় একমাত্র তখনই ব্যবহার করা যেতে পারে যখন ভনের উপর সম্ভাব্য ঝুঁকির তুলনায় কার্যকরী উপকারিতা বেশি প্রয়োজনীয় এবং যুক্তিযুক্ত হয়।


https://www.himumedical.com/2023/07/flugal-150.html


সতর্কতাঃ 

কিডনীর অকার্যকারিতা সম্পন্ন রোগীদের ক্ষেত্রে সেবনমাত্রা বৃক্কীয় অকার্যকারিতার মাত্রা অনুসারে কমাতে হবে। ১ বছরের নীচের বাচ্চাদের ক্ষেত্রে Flugal  ব্যবহার সুপারিশ করা হয়নি।

পার্শ্বপ্রতিক্রিয়া ঃ

খুব অল্প ক্ষেত্রে বমি, বমিবমিভাব, পাকস্থলীর অস্বচ্ছন্দতা, উদরাময় এবং পেট ফাঁপা দেখা দিতে পারে যা মৃদু ও ক্ষনস্থায়ী।

সরবরাহ :

Flugal ১৫০ মিঃ গ্রাঃ ক্যাপসুল- প্রতিটি বাক্সে ২ x ১০ টি ক্যাপসুল আলু-আলু ব্রিষ্টার প্যাকে এবং

Flugal ৫০ মিঃ গ্রাঃ ক্যাপসুল- প্রতিটি বাক্সে ৩ x ১০ টি ক্যাপসুল ব্রিষ্টার প্যাকে সরবরাহ করা হয়।

দামঃ

Flugal ১৫০ মিঃ গ্রাঃ ক্যাপসুল প্রতি পিসের দাম 22.00 টাকা।

Flugal ৫০ মিঃ গ্রাঃ ক্যাপসুল প্রতি পিসের দাম 8.07 টাকা।

সংরক্ষণ :

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

                                   সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

Post a Comment (0)
Previous Post Next Post

Banner 160x600 for

Social Bar for