দাঁত ব্যাথার ঔষধ কি ? গোলার ব্যাথার ঔষধ কি ? Etorix 90 এর কাজ কি ?

দাঁত ব্যাথার ঔষধ কি ? গোলার ব্যাথার ঔষধ কি ? Etorix 90 এর কাজ কি ?


আসছালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করবো। আজকে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে টাফনিল এটি এসকেএফ ফার্মাসিটিকাল এর টলফেনামিক গ্রুপের একটি ওষুধ। আর বন্ধুরা বর্তমান সময়ে আমাদের এখন কোন কিছু তথ্যের প্রয়োজন হলে সেটা গুগলে সার্চ দিয়ে দেখি। তাই আপনাদের সুবিধার্তে আমার ওয়েবসাইটে সকল প্রকার ঔষধের তথ্য, ঔষধের দাম এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন।

উপাদানঃ

ইটোবেন ৯০ ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে আছে ইটোরিকক্সিব আইএনএন ৯০ মি.গ্রা.।

ইটোবেন ১২০ ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে আছে ইটোরিকক্সিব আইএনএন ১২০ মি.গ্রা.।

বর্ননাঃ

ইটোবেন হচ্ছে ইটোরিকক্সিবের উপস্থাপনা। এটি একটি ননস্টেরয়ডাল এন্টি-ইনফ্ল্যামাটরী ড্রাগ (NSAID) যা প্রাণী

মডেলে এন্টি-ইনফ্লাম্যাটরী, ব্যথা নিরাময়কারী ও জ্বর-উপশমকারী হিসেবে কাজ করে। এটি নির্দেশিত মাত্রা এর অধিক

মাত্রায় সাইক্লোঅক্সিজিনেজ-২ (কক্স-২) এর সিলেকটিভ ইনহিবিটর যা অত্যন্ত কার্যকর এবং মুখে সেব্য। ব্যথা,

জ্বালাপোড়া ও জ্বরের প্রোস্টানয়েড মেডিয়েটর উৎপন করার জন্য প্রাথমিকভাবে কক্স-২ দায়ী। ইটোরিকক্সিব দ্বারা কক্স-২

এর সিলেকটিভ ইনহিবিশন উপরোক্ত উপসর্গ সমূহ কমিয়ে দেয়। সেই সাথে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টক্সিসিটি কম হয় এবং

প্লাটিলেটের কার্যকারিতায় কোন প্রভাব ফেলে না।

নির্দেশনাঃ

ইটোবেন

ইটোরিকক্সিব

• অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অস্থি-পেশী সমস্যায় ব্যথা ও জ্বালা

● এঙ্কাইলোজিং স্পনডিলাইটিস নিরাময়ে

বাতের তীব্র ব্যথা

• মেনস্ট্রুয়েশনের ব্যথা

• দাঁতের সার্জারী পরবর্তী ব্যথা

মাত্রা ও সেবনবিধিঃ

প্রাপ্ত বয়স্ক ও ১৬ বছরের ঊর্ধ্বে:

• অস্টিওআথ্রাইটিস, মেনস্ট্রুয়েশনের ব্যথা ও অস্থি-পেশী সমস্যায় ব্যথার জন্য ৬০ মি.গ্রা. দিনে একবার।

• রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এঙ্কাইলোজিং স্পনডিলাইটিসে ৯০ মি.গ্রা. দিনে একবার।

• দাঁতের সাজারী পরবর্তী এবং বাতের তীব্র ব্যথায় ১২০ মি.গ্রা. দিনে একবার ।

শিশুদের ক্ষেত্রে কার্যকারিতা ও মাত্রা প্রতিষ্ঠিত হয়নি।

পার্শ্ব প্রতিক্রিয়া:

শুষ্ক মুখ, স্বাদ গ্রহনে অসুবিধা, মুখের আলসার, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, রুচি ও ওজনের পরিবর্তন, বুকে ব্যথা, অবসাদ,

পারেসথেসিয়া, ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ ও মাংসপেশীর ব্যথা হতে পারে।

বিশেষ গ্রুপের ব্যবহারঃ

গর্ভাবস্থায় ঃ অন্যান্য ঔষধ যেগুলো প্রোস্টাগ্লানডিন সংশ্লেষণ প্রতিহত করে সেগুলোর মতো গর্ভাবস্থার শেষের দিকে এটি

পরিহার করা উচিত, কারন এটি ডাক্টাস আর্টারিওসাসের প্রিম্যাচিউর ক্লোজার ঘটাতে পারে। ভ্রুণের ঝুঁকির চেয়ে বেশী

উপকার পাওয়ার সম্ভাবনা থাকলে গর্ভাবস্থায় প্রথম দুই ট্রাইমেস্টারে ব্যবহার করা যেতে পারে।

স্তন্যদানকালে ঃ এই ঔষধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি।

প্রতিনির্দেশনাঃ

ইটোরিকক্সিবের যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল রোগী অস্ত্রের ইনফ্ল্যামটরী ডিজিজ ও মারাত্মক কনজেসটিভ হার্ট

ফেইলিওর এর রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।

সতর্কতা:

এডভান্সড রেনাল ডিজিজের রোগীদের ক্ষেত্রে ইটোরিকক্সিব নির্দেশিত নয়। ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্স ৩০ মি.লি./মিনিট এর

কম এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার খুবই সীমিত। এরকম রোগীদের ক্ষেত্রে আবশ্যক হলে রোগীর রেনাল কার্যকারিতা

নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোন রোগীর ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমান ডিহাইড্রেশন হলে সাবধানতার সাথে এর

ব্যবহার শুরু করতে হবে। এ ধরনের রোগীর ক্ষেত্রে এর ব্যবহার শুরুর আগে রোগীকে রিহাইড্রেট করে নিতে হবে। আগে

হতে ইডেমা আছে এমন, হাইপারটেনশন, অথবা হার্ট ফেইলিওর এর রোগীর ক্ষেত্রে ফ্লুইড রিটেনশন, ইডেমা অথবা

হাইপারটেনশনের সম্ভাবনা বিবেচনায় রাখতে হবে। আগে থেকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পারফোরেশন, আলসার ও রক্তক্ষরণ

আছে এমন এবং ৬৫ বছরের বেশী বয়সের রোগীদের ক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পারফোরেশন, আলসার ও রক্তক্ষরণের

ঝুঁকি বেশী থাকে । যকৃতের অসমকার্যকারিতার লক্ষণ আছে এমন অথবা যকৃতের অস্বাভাবিকতার প্রমান পাওয়া গেছে এমন

রোগীদের ক্ষেত্রে স্থায়ীভাবে যকৃত অকার্যকর হওয়ার ঝুঁকি থাকে। যদি যকৃতের স্থায়ী অস্বাভাবিক কার্যকারিতার প্রমান

পাওয়া যায় তবে এটি বন্ধ করতে হবে। যাদের শ্বাসকষ্ট, আর্টিকারিয়, রাইনাইটিস আছে এবং স্যালিসাইলেট অথবা

নন-সিলেকটিভ সাইক্লোঅক্সিজিনেজ ইনহিবিটর ব্যবহারে সেসব সমস্যা আরো বেড়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে সাবধানতার

সাথে এটি ব্যবহার করতে হবে। এটি জ্বরের উপসর্গ বন্ধ করে দিতে পারে, জ্বর হচ্ছে সংক্রমণের উপসর্গ। তাই যাদেরকে

সংক্রমণের চিকিৎসা দেয়া হচ্ছে তাদেরকে ইটোরিকক্সিব দিয়ে চিকিৎসা শুরু করার ক্ষেত্রে এ ব্যপারে সতর্ক থাকতে হবে।

অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া :

ইটোরিকক্সিব উচ্চ মাত্রায় ওয়ারফারিন, মেথোট্রেক্সেট, ACE ইনহিবিটর, লিথিয়াম ও এসপিরিন এর সাথে আন্তঃক্রিয়া

করতে পারে।

সংরক্ষণ:

২০° থেকে ২৫° সেঃ তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সরবরাহ:

ইটোবেন ৯০ ট্যাবলেট : প্রতিটি বাক্সে রয়েছে ৩ টি রিস্টার স্ট্রীপের এর ১০ টি করে ট্যাবলেট।

ইটোবেন ১২০ ট্যাবলেট : প্রতিটি বাক্সে রয়েছে ২ টি রিস্টার স্ট্রীপের এর ১০ টি করে ট্যাবলেট।

প্রস্তুতকারকঃ

ফার্মাসিউটিক্যালস লিঃ

Post a Comment (0)
Previous Post Next Post

Banner 160x600 for

Social Bar for